রোজা নয় কঠিন বোঝা
তাতে মিলবে সঠিক সোজা
পরম আরাধ্য মওলার সন
মালিকেরে ডাকো দিয়ে তনু মন।
অন্ধকার হতে অন্ধকার
আলোর ঝলকানি মাঝে আবার
নীতি বিবর্জিত কর্ম ত্যাগ
আহার পানীয় হতে থাক সজাগ।
সায়েম যবে নিয়ে ইফতার
নাড়েচাড়ে না করে আহার
আরশে বসে প্রভুর সমাচার
ফেরেশতাদের ডেকে দেখায় বার বার।
সেহরি গ্রহণে রাতের শেষ ভাগে
মুমিন যখন উঠে জেগে
ওয়াক্ত তখন রহম পাবার
আমার নয়, ঘোষণা আল্লাহর।
আলোর মাঝে অনাহার
অন্ধকারে তারাবী গোজার
যথাযথ কর সম্মান রোজার
মাধ্যম এটাই সফল হবার।
দয়াময় দয়ার সাগর
রমজানে বয়ে চলছে করুণার নহর
ক্ষমার হাত করেছে প্রসারিত
প্রভু মুক্তি দিবে অবধারিত।
বিঃ দ্রঃ গুরুত্বপূর্ণ শিক্ষা এবং চাকরি নিউজ ,টিপস ও তথ্য নিয়মিত আপনার ফেসবুক টাইমলাইনে পেতে লাইক দিন আমাদের ফ্যান পেজ বাংলার জব এ